ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি

অনেক দিন ধরেই বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ব্যাপারে আলোচনা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও ব্যাপারটিকে বেশ গুরুত্ব দেয়া হয়। সর্বশেষ বোর্ড সভায় বিষয়টি অনুমোদনও পায়; যা কার্যকর হচ্ছে চলতি মাস থেকেই।বৃহস্পতিবার (১৫ জুলাই) বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, গত ১৫ জুন অনুষ্ঠিত বিসিবির সভায় দেয়া সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাস থেকে কার্যকর হওয়া বেতন বেড়েছে ২০ শতাংশ।নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বেড়েছে। ওয়ানডেতে তিন গুণ ও টি-টোয়েন্টিতে দ্বিগুণ। আগে ওয়ানডেতে ম্যাচ ফি ছিল ১০০ মার্কিন ডলার যা এখন ৩০০ ডলার হচ্ছে। অন্যদিকে টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ছিল ৭৫ ডলার তা বেড়ে হচ্ছে ১৫০ ডলার।


মোট ২২ জন নারী ক্রিকেটারকে চুক্তির আওতায় এনেছে বিসিবি। চার ক্যাটাগরিতে তাদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বেতন পাবেন ৬০ হাজার টাকা। বি, সি ও  ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৪৮ হাজার, ৩৬ হাজার ও ২৫ হাজার টাকা।

ads

Our Facebook Page